আগে জেনে নেই P2P network কি?
Peer-to-Peer বা P2P networks:
পিয়ারস হল একধরনের কম্পিউটার সিস্টেম নেটওয়ার্ক যা অনেকগুলো কম্পিউটারের মধ্যে ইন্টারনেট দ্বারা যুক্ত থাকে। এটার সবচেয়ে বড় সুবিধা হল এতে কোনো সার্ভার লাগে না। প্রতিটা কম্পিউটারই এক একটা সার্ভার। আবার একইসাথে ক্লায়েন্টও ।
** ** **
বিটটরেন্ট(BitTorrent) হল একটি পিয়ার-টু-পিয়ার (P2P) ফাইল শেয়ারিং প্রটোকল। বিভিন্ন ফাইল ট্রান্সফারের ক্ষেত্রে (মূলত ডাউনলোড) ব্যান্ডউইথ কমানোর জন্যই এর সৃষ্টি। ফাইল ট্রান্সফারের জন্য এটি P2P নেটওয়ার্কের একাধিক সিস্টেম ব্যবহার করে। ফলে ফাইল ট্রান্সফারের ব্যান্ডউইথ সিস্টেমগুলো এভারেজ ব্যান্ডউইথ –এ বন্টন হয়ে যায়।
যেমনঃ কোনো ইউজার যদি একটি মুভি ডাউনলোড করতে যায়, তখন বিটটরেন্ট সিস্টেম সেই নির্দিষ্ট ফাইলের সার্ভার হিসেবে একাধিক কম্পিউটারকে কে চিহ্ণিত করে এবং সবগুলো থেকে একইসাথে ডাউনলোড শুরু করে।
ইদানিং বিভিন্ন আইএসপিগুলো অফার দিচ্ছে অত্যন্ত দ্রুতগতির ডাউনলোড স্পীডের, তা এভাবেই সম্ভব হয়েছে।
এখন আমরা কিভাবে এ সুবিধা পাবো? প্রথমত বিটটরেন্ট প্রটোকল ব্যবহার করতে হলে বিটটরেন্ট ক্লায়েন্ট এর অধীনে যেকোন একটি সফটওয়্যার থাকতে হবে। যার লিস্ট পাওয়া যাবে http://www.fileinfo.com/extension/torrent নামক ঠিকানা থেকে। এই প্রোগ্রামটি সার্চের এর মাধ্যমে টরেন্ট ফাইলটি ডাউনলোড করবে। বেশীরভাগ বিটটরেন্ট ক্লায়েন্ট যেসব ফাইল ডাউনলোড হচ্ছে সেগুলোর রিজিউম(ইচ্ছেমত বন্ধ এবং শুরু হওয়া) সাপোর্ট করে। এটি অত্যন্ত দরকারি বড় ফাইল ডাউনলোড এর ক্ষেত্রে, বিশেষত আমাদের দেশেও যেখানে লোড শেডিং এর প্রকোপ বেশী।

0 comments:
Post a Comment