"হার্ডডিস্ক" হল তথ্য রাখার একটি মাধ্যম যা একটি শক্ত আবরণে ঢাকা কয়েকটি ম্যাগনেটিক ডিস্ক বা প্লেটার, রিডিং হেড ইত্যাদি নিয়ে গঠিত। এতে রাখা তথ্য কম্পিউটার বন্ধ করে দেওয়ার পরেও সুরক্ষিত থাকে। হার্ডডিস্ক কম্পিউটার কেসিং এর মাঝে লাগানো থাকে। এছাড়াও বহনযোগ্য ছোট হার্ডডিস্ক পাওয়া যায় যাদের পোর্টেবল হার্ডডিস্ক বলে।
বিভিন্ন ধারণক্ষমতার হার্ডডিস্ক রয়েছে। যেমন ৩২০ গিগাবাইট, ১ টেরাবাইট (১০০০ গিগাবাইট) ইত্যাদি। হার্ডডিস্কের ভেতরে প্লেটারের ঘূর্ণনের উপরেও তথ্য পরিবহনের গতি নির্ভর করে। যেমন ১৫০০০ আরপিএম এর হার্ডডিস্কের চেয়ে ৭২০০ আরপিএম এর ডিস্ক কিছুটা ধীরগতির হয়।
0 comments:
Post a Comment