গুগলের ইউজার এক্সপেরিয়েনস ডিজাইনার জেসন কর্নওয়েল এ বিষয়ে নিজের ব্লগ পোস্টে বলেন, ‘আমরা অবশেষে চূড়ান্তভাবে ব্যবহারকারীদের জন্য নতুন বৈশিষ্ট্য অবমুক্ত করতে পেরেছি। বর্তমানে এ সুবিধা যে কেউ ইচ্ছে করলে চালু করে নিতে পারবে।’ তবে খুব শিগগির সব ব্যবহারকারী এ সুবিধা পাবেন বলে জানান তিনি।
নতুন এ চেহারার সঙ্গে যুক্ত হয়েছে বেশ কিছু নতুন বৈশিষ্ট্য। যার মধ্যে রয়েছে সহজে ই-মেইল পড়ার উন্নত সুবিধা, নিজের মতো করে চ্যাট সুবিধা, ই-মেইলে থ্রেডেই ছবি দেখা, কালার, থ্রিডি ও ক্ল্যাসিক তিনটি বিষয়ের আলাদা থিম, বিভিন্ন ডিভাইস কিংবা মনিটর অনুযায়ী ইনবক্স দেখার সুবিধা ইত্যাদি।
চেহারা পরিবর্তনের পাশাপাশি জিমেইলের এ ধরনের পরিবর্তন ব্যবহারকারীর পছন্দ হবে, এমনই মনে করছে গুগল কর্তৃপক্ষ।
0 comments:
Post a Comment