Subscribe:

HI FRIENDS


Saturday

HTML

এর পূর্ণরূপ হল হাইপারটেক্স মার্কআপ ল্যাঙ্গুয়েজ(Hyper-Text Markup Language) । এটি ওয়েবপেজ এর মৌলিক ভাষা। HTML ভাষার বিভিন্ন ট্যাগের সাহায্য লেখা হয়ে থাকে। এই ট্যাগটি <html> ওয়েবপেজের শুরুতে এবং </html> এটি শেষে সবসময় ব্যবহার হয়। এর একট...ি জোড়াতে প্রথম ট্যাগ- শুরু ট্যাগ, দ্বিতীয় ট্যাগ- প্রান্ত ট্যাগ (এদেরকে আরম্ভ ট্যাগ <> ও প্রান্ত ট্যাগে ট্যাগ বন্ধ করার জন্য </> আকারে ব্যবহার করা হয়।) উদাহরণ- <h1> এবং</h1> । এই ভাষার মাধ্যমে ওয়েবপেজে টেক্সট , টেবিল, ছবি যোগ করতে পারি। ওয়েব ব্রাউজার এইচটিএমএল ডকুমেন্ট পড়তে পারে এবং তা ভিজিটরের কাছে সঠিকরূপে প্রদর্শন করে। ব্রাউজার এইচটিএমএল ট্যাগ প্রদর্শন করে না, কিন্তু এই ট্যাগগুলোর সাহায্যে ব্রাউজার বিভিন্ন টেক্সট , ছবি ইত্যাদি আলাদা করে সনাক্ত করতে পারে।
এটি লেখা যেমন শিরোনাম, অনুচ্ছেদ, তালিকা, লিঙ্ক, উদ্ধৃতি এবং অন্যান্য গঠনমূলক শব্দ বিভিন্ন আকারে ওয়েবপেজে প্রদর্শন করা যায়। HTML এর উপাদানগুলো ওয়েবপেজে বিভিন্ন ব্লক আকারে থাকে। এর ভিতরেও আবার বিভিন্ন ভাষা যোগ করা যায়। যেমন - javascript, css, php, ajax ইত্যাদি। html হল ওয়েবপেজের প্রাণ। বর্তমানে html 5 ভার্সন বহুল পরিমানে ব্যবহার হচ্ছে।
সহজভাবে বলা যায়, এইচটিএমএল হল একধরণের ল্যাঙ্গুয়েজ যা ওয়েবপেজ তৈরীর কাজে ব্যবহার করা হয়। অন্যান্য ভাষার মতই এইচটিএমএল এ নির্দিষ্ট ট্যাগ, সিনট্যাক্স রয়েছে। এই কোডগুলো সকল ব্রাউজার পড়তে পারে এবং সেই অনুযায়ী আউটপুট দেখাতে পারে। এইচটিএমএল এর সাথে জাভা, সিএসএস ইত্যাদি বিভিন্ন কোড যুক্ত করে আরো শক্তিশালী কনটেন্ট তৈরী করা সম্ভব।

0 comments:

ADD A COMMENT

LIKE THIS FB PAGE

BYE BYE


আমি বাংলার ছেলে

আমি বাংলার ছেলে