ইন্টারনেটের জনপ্রিয় সার্চ ইঞ্জিনগুলির মধ্যে অন্যতম হল ইয়াহু!। সেইসাথে এটি সর্ববৃহৎ ওয়েব পোর্টাল, যা হাজারেরও বেশী ওয়েবসাইটের সাথে লিংক দিয়ে থাকে। ইয়াহু! ডিরেক্টরি থেকে দেয়া এইসব লিংকের সাথে সংশ্লিষ্ট ওয়েবসাইটগুলি দিনে কয়েকবার আপডেট করা হয়ে থাকে।
ইয়াহু! ওয়েব পোর্টাল ও সার্চ ইঞ্জিনের পাশাপাশি অন্যান্য অনেকগুলি সার্ভিস দিয়ে থাকে। তন্মধ্যে উল্লেখযোগ্য....
# ইয়াহু!ফিন্যান্সঃস্টক ও অন্যান্য অর্থনৈতিক বিষয় সম্পর্কিত তথ্য দিয়ে থাকে।
# ইয়াহু! শপিং: অনলাইনে বিক্রয় কিংবা মূল্য সম্বন্ধে জানা যায়।
# ইয়াহু! গেমসঃ ইন্টানেটের মাধ্যমে অনলাইনে গেমস খেলার সুবিধা দেয়।
# ইয়াহু! ট্রাভেলঃ ভ্রমন সম্পর্কিত তথ্য ও বুকিং এর সুযোগ।
# ইয়াহু! ম্যাপসঃ মানচিত্র ও দিকনির্দেশনা।
# ইয়াহু! মেসেঞ্জারঃ ইন্সট্যান্ট মেসেজিং।
# ইয়াহু! মেইলঃ ফ্রী অনলাইন ভিত্তিক ই-মেইল।

0 comments:
Post a Comment