Subscribe:

HI FRIENDS


Sunday

iPhone

আইফোন হল অ্যাপেল কোম্পানির বের করা বহুল জনপ্রিয় স্মার্টফোন। এটা সর্বপ্রথম ২০০৭ সালের জুন মাসে বের করা হয়। প্রতি বছর এর নতুন নতুন ভার্সন বের করা হচ্ছে।
আইফোন প্রথমদিকে 'এটিএন্ডটি' এর গ্রাহকদের জন্য পাওয়া যেত। পরে এটি Verizon নেটওয়ার্ক এর জন্য খুলে দেওয়া হয়।
আইফোন খুব পাতলা এবং হালকা। এতে সাধারণ স্মার্টফোনের মত অনেকগুলো বাটন থাকেনা। কারণ এটাকে কাজ করানো হয় এর টাচস্ক্রীনের মাধ্যমে। তবে এতে একটি অন/অফ বাটন, হোম বাটন, ভলিউম বাড়ানো ও কমানোর বাটন ও একটি মিউট বাটন থাকে। আগের আইফোনগুলোতে পেছনে একটি করে ক্যামেরা থাকলেও নতুন ফোনগুলোতে ভিডিও কল করার জন্য সামনে একটি ক্যামেরা থাকে। আইফোনের স্ক্রীন অনেক উন্নতমানের এবং রেটিনা ডিসপ্লেসম্পন্ন যা কিনা মানুষের চোখের দেখার জন্য দরকারী পিক্সেলের চেয়েও বেশী পরিমান বিন্দু নিয়ে গঠিত।
আইফোনের জন্য অ্যাপেল এর নিজস্ব অপারেটিং সিস্টেম আইওএস রয়েছে। এতে অ্যাপেল এর স্টোর থেকে অ্যাপ ডাউনলোড ও চালানোর পাশাপাশি থার্ডপার্টি অ্যাপ চালানো যাবে। অ্যাপেল এর আইফোনে ব্লুটুথ, ওয়াইফাই সহ বিভিন্ন নতুন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।

0 comments:

ADD A COMMENT

LIKE THIS FB PAGE

BYE BYE


আমি বাংলার ছেলে

আমি বাংলার ছেলে