Subscribe:

HI FRIENDS


Sunday

LCD

এলসিডি এর পূর্ণ রূপ "লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে"। এলসিডি হল স্খুব পাতলা মনিটরের মত স্ক্রীন যাতে সাধারন সিআরটি মনিটরের চেয়ে অনেক ভালো ছবি দেখানো যায় এবং কম বিদ্যুৎ খরচ করে।
ডেক্সটপ মনিটর, ল্যাপটপ স্ক্রীন, পিডিএ, টিভি, ভিডিও গেম কন্ট্রোলার ইত্যাদি ...যন্ত্রে এলসিডি স্ক্রীনের বহুল ব্যবহার হয়। এমনকি মোবাইল ফোনের ছোট্ট পর্দাটিও আসলে এলসিডি স্ক্রীন।
দুইটি ইলেক্ট্রোড পরষ্পরের ওপর বসিয়ে বা স্যান্ডউইচিং করে এলসিডি বানানো হয়। এই ইলেক্ট্রোডের মাঝে বিদ্যুৎ প্রবাহ কমবেশী করে রঙের পরিবর্তন ঘটানো হয়। আর মজার ব্যাপার হল এলসিডি মনিটরে স্ক্রীনের পেছনে উৎপন্ন আলো ছড়ানোর বদলে বাধা দিয়ে ভিন্ন ভিন্ন রঙ দেখানো হয় যা সিআরটি মনিটরের চেয়ে আলাদা। এই কারণে এলসিডি-তে কম বিদ্যুৎ খরচ হয়।

0 comments:

ADD A COMMENT

LIKE THIS FB PAGE

BYE BYE


আমি বাংলার ছেলে

আমি বাংলার ছেলে