এলইডি মানে "লাইট এমিটিং ডায়োড"। এটা একধরণের ইলেক্ট্রনিক ডিভাইস যার মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হলে এটা জ্বলে ওঠে। প্রথমদিকে শুধু লাল রঙের এলইডি তৈরী হলেও এখন সবুজ, হলুদ, নীল এমনকি সাদা রঙের এলইডি পাওয়া যাচ্ছে।
এলইডি আসলে বেশী ব্যবহৃত হয় বিভিন্ন যন্ত্রে নির্দেশক হিসেবে। যেমন কোন মেশিন চালু না বন্ধ এটা বোঝাতে লাল এলইডি ব্যবহার করা হয়। আলোকসজ্জা, ফ্ল্যাশ লাইট, ঘড়ি অথবা ক্যালকুলেটরে এলইডি ব্যবহার করা হয়। সাধারণ বাতির চেয়ে এর আয়ু অনেক অনেক বেশী। তাই অনেক দেশে এটা ফ্লোরোসেন্ট বাল্বের বিকল্প হিসেবে ব্যবহার করা হচ্ছে।
এলইডি'র খুবই গুরুত্বপুর্ণ প্রয়োগ হল "এলইডি ডিসপ্লে" তৈরীতে। অনেক অনেক এলইডি বসিয়ে "এলইডি মনিটর" বানানো হয় যা কিনা এলসিডি মনিটরের চেয়ে অনেকগুণ পরিষ্কার ছবি দেখায় এবং এনার্জি সাশ্রয়ী হয়। তাই বর্তমানে এলসিডি এর চেয়ে এলইডি মনিটরের ব্যবহার ও বিক্রী বেড়েছে।
এলইডি আসলে বেশী ব্যবহৃত হয় বিভিন্ন যন্ত্রে নির্দেশক হিসেবে। যেমন কোন মেশিন চালু না বন্ধ এটা বোঝাতে লাল এলইডি ব্যবহার করা হয়। আলোকসজ্জা, ফ্ল্যাশ লাইট, ঘড়ি অথবা ক্যালকুলেটরে এলইডি ব্যবহার করা হয়। সাধারণ বাতির চেয়ে এর আয়ু অনেক অনেক বেশী। তাই অনেক দেশে এটা ফ্লোরোসেন্ট বাল্বের বিকল্প হিসেবে ব্যবহার করা হচ্ছে।
এলইডি'র খুবই গুরুত্বপুর্ণ প্রয়োগ হল "এলইডি ডিসপ্লে" তৈরীতে। অনেক অনেক এলইডি বসিয়ে "এলইডি মনিটর" বানানো হয় যা কিনা এলসিডি মনিটরের চেয়ে অনেকগুণ পরিষ্কার ছবি দেখায় এবং এনার্জি সাশ্রয়ী হয়। তাই বর্তমানে এলসিডি এর চেয়ে এলইডি মনিটরের ব্যবহার ও বিক্রী বেড়েছে।

0 comments:
Post a Comment