Subscribe:

HI FRIENDS


Sunday

iPad

আইপ্যাড হল অ্যাপেল এর তৈরী বিশেষ ধরণের ট্যাবলেট কম্পিউটার। এটা ল্যাপটপ বা নোটবুকের চেয়ে ছোট কিন্তু সাধারণ স্মার্টফোনের চেয়ে খানিকটা বড়। এতে নেই কোন কীবোর্ড বা ট্র্যাকপ্যাড। শুধুমাত্র টাচস্ক্রীন যুক্ত এই ডিভাইস চলে অ্যাপেল এর বানানো অপারেটিং সিস্টেম আইওএস এর সাহায্যে।
আইফোনের মতই এতে অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা অ্যাপ্লিকেশান এর পাশাপাশি থার্ড পার্টি অ্যাপ চালানো সম্ভব। আইফোনের চেয়ে বড় স্ক্রীন আর বেশী ক্ষমতার হওয়ার কারণে আইপ্যাড দিয়ে ভিডিও এডিটিং, মিউজিক বা গ্রাফিক্সের কাজ করা যায়। তাছাড়া এর সাহায্যে ইবুক পড়া সম্ভব। আইপ্যাডের জন্য ইবুক পেতে অ্যাপেলের রয়েছে আইবুকস্টোর। বই সাজিয়ে রাখার জন্য আইপ্যাডে চমৎকার ইন্টারফেস রয়েছে।
আইপ্যাডে আছে ওয়াইফাই প্রযুক্তি যার মাধ্যমে স্থানীয় নেটওয়ার্কে যুক্ত হয়ে ইন্টারনেট ব্যবহার করা যায়। কিছু আইপ্যাডে থ্রিজি সার্ভিস ব্যবহার করার সুযোগ আছে। প্রথমে আইপ্যাডে কোন ক্যামেরা না থাকলেই পরে এতে সামনে ও পেছনে দুই দিকেই ক্যামেরা যুক্ত করা হয়েছে। ফেসটাইম ফিচারের মাধ্যমে অ্যাপেল এর ডিভাইসগুলোর মধ্যে বিনামুল্যে ভিডিও কনফারেন্স করার সুযোগ রয়েছে।

0 comments:

ADD A COMMENT

LIKE THIS FB PAGE

BYE BYE


আমি বাংলার ছেলে

আমি বাংলার ছেলে