Subscribe:

HI FRIENDS


Sunday

PNG

PNG এর পুর্ণরূপ হচ্ছে “পোর্টবল নেটওয়ার্ক গ্রাফিক”(Portable Network Graphic)। পি.এন.জি হচ্ছে একপ্রকার বিটম্যাপ ইমেজ ফরমেট। পি.এন.জি এর বড় সুবিধা হচ্ছে কম্প্রেস করার পরও এর অরজিনাল কোয়ালিটি নষ্ট হয় না। পি.এন.জি মূলত GIF(Graphics Interchange Format) এর পরিবর্তে তৈরী করা হয়েছে।কারণ জি.আই.এফ পেটেন্টেড ডাটা কম্প্রেশন এলগরিদম ব্যবহার করে, অন্য দিকে পি.এন.জি সম্পুর্ণ পেটেন্ট এবং লাইসেন্স মুক্ত।
পি.এন.জি এর আসল সুবিধা এতে ট্রান্সপারেন্সি দরকারমত অক্ষত থাকে। কিন্তু জি.আই.এফ ফরম্যাটে ছবি এমন হয় যে কোন পিক্সেল হয় ট্রান্সপারেন্ট হবে অথবা হবেনা। পি.এন.জি ৪৮ বিট পর্যন্ত কালার অথবা ১৬ বিট গ্রেস্কেল সাপোর্ট করে। এবং একে GIF এর চেয়ে ৫% থেকে ২৫% পর্যন্ত কম্প্রেস করা যায়। কিন্তু পি.এন.জি অ্যানিমেশন সাপোর্ট করে না। পি.এন.জি এর এক্সটেনশন .PNG।

0 comments:

ADD A COMMENT

LIKE THIS FB PAGE

BYE BYE


আমি বাংলার ছেলে

আমি বাংলার ছেলে