Subscribe:

HI FRIENDS


Sunday

JPEG

JPEG এর পুর্ণরূপ হচ্ছে “জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্টস গ্রুপ”( Joint Photographic Experts Group)। জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্টস গ্রুপ নামক কমিটি এই ফরমেটটি ডেভেলপ করে।তাই এর নামকরণ করা হয়েছে কমিটির নাম অনুসারে। JPEG হচ্ছে একটি কম্প্রেসড( compressed)ইমেজ ফাইল ফরমেট।GIF এর মত JPEG
কিছু নির্দিষ্ট কালারের মধেয় সীমাবদ্ব নয়।তাই JPEG ফরমেটের ইমেজগুলো অনেক বেশি কালারফুল এবং হাই রেজ্যুলেশন সম্পন্ন হয়। তবে JPEG ফরমেটে ইমেজ কে কম্প্রেস করার সাথে সাথে এর কোয়ালিটিও কমতে থাকে। যখন আপনি কোন একটি ইমেজকে অধিক পরিমান কম্প্রেস করবেন ইমেজটি তত বেশি ব্লকি (বেশি জুম করলে ফেটে যাওয়া) হয়ে উঠবে। তারপরও ইমেজ কম্প্রেস করার জন্য সবচেয়ে উত্তম পদ্বতি হচ্ছে JPEG। JPEG ফরমেটের ইমেজ হচ্ছে ক্রসপ্ল্যাটফরম অর্থাৎ এটি ম্যাক এবং পিসিতে দেখতে একইরকম। JPEG এর এক্সটেনশন হচ্ছে .jpeg অথবা .jpg।

0 comments:

ADD A COMMENT

LIKE THIS FB PAGE

BYE BYE


আমি বাংলার ছেলে

আমি বাংলার ছেলে