MPEG এর পুর্ণরূপ হচ্ছে “মুভিং পিকচার
এক্সপার্টস গ্রুপ”( Moving Picture Experts Group)। MPEG অরগানাইজেশন
ISO (International Organization for Standardization) এর সাথে মিলিত
ভাবে ডিজিটাল অডিও এবং ভিডিও কম্প্রেশনের স্ট্যান্ডার্ড ডেভেলপ
করে।গ্রুপটি অডিও ও ভিডিও ফাইলকে আরো নিখুঁত ভাবে কম্প্রেস এবং স্টোর করার
জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে।এম.পি.ই.জি দ্বারা মুলত একপ্রকার
মাল্টিমিডিয়া ফাইলকে বুঝায়।আর এই ফাইল হচ্ছে কম্প্রেসড মুভি যা একই সাথে
অডিও ও ভিডিও ডাটা বহন করে।যদিও এটি কম্প্রেস করা তারপরও এটি আনকম্প্রেসড
মুভির অরজিনাল কোয়ালিটি বজায় রাখে।ওয়েবে আমরা যে মুভি ট্রেইলার এবং
মিউজিক ভিডিও দেখি তার বেশির ভাগই হচ্ছে MPEG ফরমেটের। MPEG ফাইল ফরমেটের
এক্সটেনশন হচ্ছে .mpg অথবা .mpeg।
0 comments:
Post a Comment