PDF এর পুর্ণরূপ হচ্ছে “পোর্টবল ডকুমেন্ট ফরমেট”( Portable Document Format)। পি.ডি.এফ হচ্ছে একটি মাল্টি প্ল্যাটফরম ফাইল ফরমেট। ১৯৯৩ সালে অ্যাডবি সিস্টেমপি.ডি.এফ ডেভেলপ করে । পি.ডি.এফ
টেক্সট ডকুমেন্ট, ইমেজ এমনকি বিভিন্ন অ্যাপ্লিকেশান হতে প্রাপ্ত ফরমেটেড
ডকুমেন্ট সার্পোট করে।আপনি যদি আপনার কোন বন্ধুকে পি.ডি.এফ ডকুমেন্ট ইমেইল
করেন, তবে তা আপনার কম্পিউটার স্ক্রীনে যেমন দেখাই তার কম্পিউটার
স্ক্রীনে ও ঠিক তেমন দেখাবে।
এমনকি আপনি যদি ম্যাক এবং আপনার বন্ধু
যদি পিসি ব্যবহার করে তারপরও পি.ডি.এফ ডকুমেন্ট একই দেখাবে। পি.ডি.এফ
ফাইলকে প্রিন্ট করলেও এটি কম্পিউটার স্ক্রীনে যেমন দেখা যায় ঠিক তেমন
দেখা যাবে। আপনার কম্পিউটারে পি.ডি.এফ ফাইল দেখতে হলে আপনাকে অ্যাডোব
রিডার বা অন্য যেকোন পিডিএফ রিডার যেমন ফক্সিট রিডার, সুমাত্রা পিডিএফ,
কেপিডিএফ অ্যাপ্লিকেশানের ইন্সটল করতে হবে। এছাড়া অ্যাডবি সিস্টেমের তৈরী
আক্রোবেট প্লাগ-ইন(Acrobat Plug-in) ওয়েব ব্রাউজার উইন্ডোতে পি.ডি.এফ ফাইল
দেখাতে সাহায্য করে।পি.ডি.এফ এর এক্সটেনশন .PDF।
0 comments:
Post a Comment