Subscribe:

HI FRIENDS


Sunday

ZIP

জিপ ফাইল হচ্ছে মুলত একপ্রকার বাহক,যা এক বা একাধিক কম্প্রেস করা ফাইল বহন করে। তাই একে আর্কাইভ ফাইলও বলা হয়। জিপ ফাইল হার্ডড্রাইভে কম জায়গা দখল করে এবং খুব সময়ে এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটাররে আদান প্রদান করা যায়। তাই ডাটা আদান প্রদান,শেয়ার, ডাউনলোডের ক্ষেত্রে জিপ ফাইল অত্যন্ত জনপ্রিয়। জিপ ফাইল মুলত উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য তৈরী করা হয়েছে। তবে বর্তমানে অন্যান্য অপারেটিং সিস্টেম যেমন ইউনিক্স,ম্যাকেও এটি ব্যবহৃত হচ্ছে। জিপ ফাইল ব্যবহার করতে হলে প্রথমে একে  আনজিপ করতে হবে। উইন্ডোজ ব্যবহারকারীরা এজন্য WinZip ব্যবহার করতে পারেন। এছড়া BitZipper 2010 ও ব্যবহার করতে পারেন যা WinZip এর চেয়ে শক্তিশালী এবং খুব সহজে ব্যবহার করা যায়। ১৯৮৯ সালে Phil Katz সর্বপ্রথম জিপ ফাইল তৈরী করেন। জিপ ফাইলের এক্সটেনশন .ZIP। ZIP দ্বারা অনেক সময় জিপ ড্রাইভকে ও নির্দেশ করা হয়। জিপ ড্রাইভ মডেল ভেদে ১০০,২৫০ অথবা ৭৫০ MB জিপ ডিস্ক ধারণ করে। তবে জিপ ড্রাইভ হার্ডড্রাইভের মত দ্রুত কাজ করতে পারেনা।

0 comments:

ADD A COMMENT

LIKE THIS FB PAGE

BYE BYE


আমি বাংলার ছেলে

আমি বাংলার ছেলে